সাধারণ সুবিধা
পানাম নগর চক্ষু হাসপাতাল এর বৈশিষ্ট্যসমূহঃ
-
পানাম নগর চক্ষু হাসপাতাল একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান।
- স্বল্পমূল্যে উন্নত মানের সেবা প্রদান।
- উত্তরবঙ্গের সর্বপ্রথম বৃহত্তর পরিসরে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ।
- অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
- অত্যাধুনিক ও উন্নত মানের যন্ত্রপাতি সম্বলিত সু-সজ্জিত অপারেশন থিয়েটার রয়েছে।
- অত্যাধুনিক মেশিন দ্বারা ফ্যাকো অপারেশন করা হয়।
- অত্যাধুনিক মানের শীতাতাপ নিয়ন্ত্রিত কেবিন এর সু-ব্যবস্থা আছে।
- অত্যাধুনিক জেনারেটর দ্বারা সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সু- ব্যবস্থা রয়েছে।
- মাত্র 100 টাকায় অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়।
- সুলভ মূল্যে চশমা ও ওষুধ বিক্রির জন্য চশমা ও মেডিসিন কর্নার রয়েছে।
- প্রত্যন্ত অঞ্চলে পরিচালিত চক্ষু ক্যাম্পে (পিএসপি) আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা পত্র প্রদান করা হয়।
- চোখে ছানি পড়া অতি দরিদ্র, নিঃস্ব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে/ স্বল্পমূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।
- চক্ষু ক্যাম্পে (পিএসপি) থেকে বাছাইকৃত ছানি রোগীদের বিশেষ ছাড়কৃত মূল্যে চক্ষু অপারেশনের সু-ব্যবস্থা রয়েছে।
আমাদের সেবা সমুহঃ
- চোখের যাবতীয় রোগ এর ব্যবস্থা পত্র প্রদান।
- আধুনিক পদ্ধতিতে ফ্যাকো অপারেশন করা হয়।
- কৃত্রিম লেন্স সংযোজন সহ সেলাই বিহীন চোখের ছানি অপারেশন ( ইন্ডিয়ান লেন্স)।
- কৃত্রিম লেন্স সংযোজন সহ সেলাই বিহীন চোখের ছানি অপারেশন ( আমেরিকান লেন্স)।
- গ্লূকোমা অপারেশন।
- নেত্রনালী (DCR)অপারেশন।
- নেত্রনালী (DCT)অপারেশন।
- টেরিজিয়াম গ্রাফটিং অপারেশন।
- টেরিজিয়াম সাধারণ পদ্ধতি অপারেশন।
- ক্যালাজিয়ন (Chalagion)
- কর্ণিয়া রিপিয়ার জিএ পদ্ধতি (Cornial Repair with GA)
- কর্ণিয়া রিপিয়ার সাধারণ পদ্ধতি (Cornial Repair without GA)।
- চোখ উঠানো (Evisceration without implant)।
- চোখ উঠানো ও কৃত্রিম চোখ সংযোজন। (Evisceration with implant)।
- ফরেন বডি রিমোভাল।
- চোখের ড্রেসিং।
- কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করে পাওয়ার চশমা প্রদান।
আমাদের পরীক্ষা সমুহঃ
- বায়োমেট্রি- এস্ক্যান (Biometry)।
- রিফ্রাকশন (চোখের দৃষ্টি শক্তি নির্ণয়)।
- চোখের পেসার নির্ণয় (IOP/NCT)।
- ব্লাড সুগার টেষ্ট (RBS-ব্লাডের মাধ্যমে), হাসপাতাল।
- ব্লাড সুগার টেষ্ট (RBS-On test) ষ্টিপের মাধ্যমে।
- স্যালাইন ওয়াশ (নরমাল)।
- স্যালাইন ওয়াশ (প্যাড ব্যান্ডেস)।
- ইপিলেশন (Epilation)
- শার্মার টেষ্ট (Schirmer)
- কর্ণিয়াল স্ক্রাপিং (Gm staining KOH)
- হিমোগ্লোবিন (Hb%) টেষ্ট,
- ফ্লরোসেন্ট ডাই (Fl.Stain) টেষ্ট,
- ব্লিডিং টাইম, ক্লোটিং টািইম (BT, CT) নির্ণয় টেষ্ট,
- ইসিজি এবং
- ব্লাড গ্রুপিং।