ডায়াগনস্টিক ল্যাব

ডায়াগনস্টিক ল্যাব

ডায়াগনস্টিক ল্যাব

পানাম নগর চক্ষু হাসপাতালে রোগীদের সুবিধার জন্য একটি আধুনিক ডায়াগনস্টিক ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছে। সমস্ত প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা হাসপাতালের ভিতরেই করা হয়। ফলে রোগীরা খুব যুক্তিসঙ্গত মূল্যে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পান। 

 

পানাম নগর হাসপাতালে ডায়াগনস্টিক পরীক্ষার সমূহের মধ্যে উল্যেখযোগ্য কয়েকটি হলো  

 

  • বায়োমেট্রি- এস্ক্যান (Biometry) 
  • রিফ্রাকশন (Refraction, চোখের দৃষ্টি শক্তি নির্ণয়)।
  • সিক্লোপ্লেজিক রিফ্রাক্টিন (Cycloplegic Refraction) 
  • SPT
  • FB Remove
  • চোখের পেসার নির্ণয় (IOP/NCT)। 
  • ব্লাড সুগার টেষ্ট (RBS-ব্লাডের মাধ্যমে), হাসপাতাল।
  • ব্লাড সুগার টেষ্ট (RBS-On test) ষ্টিপের মাধ্যমে। 
  • স্যালাইন ওয়াশ (নরমাল)।
  • স্যালাইন ওয়াশ (প্যাড ব্যান্ডেস)।
  • ইপিলেশন (Epilation)
  • Fundus evaluation
  • শার্মার টেষ্ট (Schirmer)
  • কর্ণিয়াল স্ক্রাপিং (Gm staining KOH)
  • ফ্লরোসেন্ট ডাই (Fl.Stain) টেষ্ট, 
  • ব্লিডিং টাইম, ক্লোটিং টািইম (BT, CT) নির্ণয় টেষ্ট, 
  • ব্লাড গ্রুপিং।
  • অন্যান্যঃ